রবিবার, ৪ অক্টোবর, ২০২০

অরণ্যে রোদন || ফটিক চৌধুরী || কবিতা

অরণ্যে রোদন

ফটিক চৌধুরী



কিছুটা অরণ্য রাখবে আমার জন্য?

শাল পিয়াল মহুয়ার?

কিছুটা কাঁচা পথ রেখো

যেখানে থাকবে বালি আর কাঁকরের টান

সাইকেল চালিয়ে চলে যাব

বুনো গন্ধ নিতে নিতে!

আমি হাঁপিয়ে উঠছি

ইট বালি সিমেন্টের কংক্রিটে

নিষ্প্রাণ দেহটাকে কি

নিয়ে যেতে পারব অতদূরে?

যদি গিয়ে দেখি সেখানে কোন

অরণ্য নেই, আছে অরণ্যে রোদন?

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...