সম্পর্ক ধ্বনি
নিলয় মিত্র
এখন সূর্যগ্রহণ প্রতিদিন,
চন্দ্রগ্রহণ
রোদ্দুরের নক্ষত্র আলোর ছুটি
এখন।
হিম আঁচ লাগছে স্নায়ুতে,
দৃশ্য মুখ রক্তমাখা ধানের
শীষে,
প্রতিটি দিন রাত গুমড়ে
ওঠে দুঃস্বপ্নে।
অন্তর প্রহরী বড় বেশি স্পষ্টে
কন্ঠ ছাড়ে জোরে
ভয় পেওনা, ভয় পেওনা হে
বিপদের তলায় যাবার আগে,
অসংখ্য মুখের শ্বাসপ্রবাহ
পেয়ে যাবে
সম্পর্কধ্বনি শস্যহৃদয় বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন