মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

স্মৃতিগর্ভ || দীপক কর || অন্যান্য কবিতা

 স্মৃতিগর্ভ

দীপক কর



গ্রামীণ রেখাস্পর্শে কবিতার ছবি আঁকা আমার প্রিয় সাধ চিরকালের। সে-কোন ফেলেআসা সুদূরের মায়া। আজও

অন্তরে বৈরাগীর দোতারা বাজায়।


একটা মাছরাঙা-নদী  টলটল বয়ে যাওয়া গ্রামের আঁচল ছুঁয়ে। একটা পুকুরের বিশ্রাম  আম জাম তেঁতুল-ছায়ায়।

আমাদের রাঙা চোখ  জলকল্লোল-অবগাহন।


শালুকের হাস‍্য-লাস‍্যে মধুলোভী ভ্রমরের অশান্ত গুঞ্জন-ডানা

গাঙ চিলের ওড়াউড়ি  পাপিয়ার সূুরেলা বেদনা

এই সব মায়াচিত্র   কবিতার নির্যাস

ওঠে আসে ফেলেআসা কবেকার স্মৃতিগর্ভ থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...