রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || পটকথা উত্তরণ || সুনীল মাজি || অমৃতলোক সাহিত্য পরিষদ

 কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার








পটকথা উত্তরণ ।   সুনীল মাজি । অমৃতলোক সাহিত্য পরিষদ । পন্ঞ্চাশ টাকা ।


' কবির ভেতর সন্ন্যাসী-  সন্ন্যাসীর ভেতর কবি, দেখছে/  ভারতবর্ষের মাটি ও সাগর ।' ( ' দিব্যকথা ') এ ধরনের
পংক্তি যে তন্ময়তা ছড়ায় পাঠকের কাছে,  যার কিছু কিছু অংশ ছড়িয়ে রেখেছেন কবি সুনীল মাজি তাঁর  ' ' 'পটকথা উত্তরণ ' কাব্যগ্রন্থে । প্রত্যেক কবিতার প্রতিটি শব্দের ভেতর সচেতনতার আস্তরণ দিয়ে ঘিরে রেখেছেন তিনি,  তাই স্বতস্ফূর্ততার ছোঁয়া  অনেকাংশে না পাওয়া গেলেও  সার্বিক অর্থে তাঁর কবিতা যে পাঠকের মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট তা বলা যেতেই পারে । সে কারণে মনোযোগী হতে পারেন তাঁর   এই সব পংক্তি :  ' সময়ই দিতে পারে আশ্রয় জীবন ও উপজীবন । ' ( ' ছায়া ') , ' যে মাটির বুকে জন্ম নেয় যে সন্তান / সেই ধাত্রী মায়ের ধারা,  ভাব ছায়া ফেলে বীজে । ' ( ' প্রতিবেশ ') বিশ্লেষণের মধ্যে দিয়ে ।
           পনেরো বছর আগে বইটি প্রকাশের সময় এই কবি সচেতন পাঠকের ক্ষেত্রে কতখানি আকর্ষক ছিলেন সে নিয়ে সংশয় থাকলেও বর্তমানে লিটল ম্যাগাজিন ও কখনো সখনো ফেসবুকে তাঁর কবিতা পড়ে  বুঝতে পারি তিনি নিজেকে অনেক পরিণত করে তুলতে পেরেছেন । এই কাব্যগ্রন্থ পুণঃপাঠের পর বুঝি তাঁর একই কথা কয়েকবার বলার প্রবণতা,  শব্দের দুর্বলতার মতো কিছু সমস্যা নিয়ে আসে কাব্যপ্রকরণে ।  যা পরে কাটিয়ে উঠতে পেরেছেন ।
               তবু বইটির আদ্যোপান্ত পড়ে বুঝতে পারি তাঁর  : ' যোনির ভিতরেই হয় আগুন আর বৃষ্টির খেলা। / আগুনে পুড়তে পুড়তে,   বৃষ্টি ভিজতে ভিজতে  / মানুষের বেঁচে থাকা  ' ( ' ধর্ম ') , ' মাটির তলার শেকড় কাকে ভেতরে ভেতরে জড়ায়? / প্রেমের মতো শিকড়ের রয়ে গেছে অজস্র ডালপালা? ( ' সিদ্ধি ') কবিতার অংশ অন্য স্বাদ জাগায় । সুব্রত চৌধুরীর প্রচ্ছদ কৃত্রিম হলেও,  পটচিত্র করার চেষ্টা করেছেন, এজন্য ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...