বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ভীড় করে আসা ভাবনারা-৫ # || পার্থ সারথি চক্রবর্তী || অন্যান্য কবিতা

 ভীড় করে আসা ভাবনারা-৫ #

        পার্থ সারথি চক্রবর্তী 



দীর্ঘশ্বাসের চোরাবালি থেকে উঠিয়ে আনার
    চেষ্টায় মত্ত হয়ে আছি- এক মুঠো বিশ্বাস ।

বন্ধক রাখা বিবেক আর
বিকিয়ে দেওয়া মেরুদণ্ড সত্ত্বেও-
    মাঝে মাঝে ডুব দিচ্ছি,
    মানবতার সন্ধানে, এক অতলে।

যেখানে কঙ্কালসার চেহারাগুলো বিদ্রুপে উন্মত্ত; 
    তান্ডব নৃত্য করছে অবিশ্বাস, আর
    যোগ্য সঙ্গত করছে ঘৃণা আর দ্বেষ।

অধীর আগ্রহে অপেক্ষা করি আলোর ঝলকানির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...