মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

সৌমিত্র রায় - এর জন্য গদ্য ১৮৩ || প্রভাত চৌধুরী || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় - এর জন্য গদ্য

প্রভাত চৌধুরী



১৮৩.

আজ  লিখতে বসেই ' ঝাঁপি ' শব্দটি এসে উপস্থিত হল। আর কোনো শব্দ এসে গেলে তাকে যোগ্য মর্যাদা দেবার জন্য আমি সবসময় অভিধানের ওপর নির্ভর করি । অভিধানে কী লেখা আছে দেখুন :

ঝাঁপি বি ---- বেত , বাঁশ বা তাল বা খেজুরের পাতা দিয়ে তৈরি ঢাকনাওয়ালা ঝুড়ি [ সাপের ঝাঁপি ]।

বিদ্যার্থী বাংলা অভিধান বলছে ঝাঁপি শব্দটি বিশেষ্য। এবং উদাহরণ : সাপের ঝাঁপি।

আমাদের গ্রামজীবনে  ' লক্ষ্মীর ঝাঁপি 'ও একটি প্রচলিত শব্দ।

এই প্রসঙ্গে একটি স্বীকারোক্তি আগেভাগে করে রাখতে চাইছি , আমার যা সঞ্চয়ের পরিমাণ তা দু-চারটে ঝাঁপিতে ধরবে না, প্রয়োজন শতাধিক ঝাঁকামুটের। এটা যে কেউ ঝাঁকি-দর্শন করে দেখে নিতে নিতে পারেন। আর যাঁরা ঝাঁকি-দর্শন করতে জানেন না , তাঁরা উঁকি দিয়ে কিংবা আড়াল থেকে দেখে নিতে পারেন। 

এখন দ্যাখা কিংবা না-দ্যাখাতে এই ধারাবাহিকের কিছুই আসবে-যাবে না। ধারাবাহিকটি নিজস্ব গতিপথ ধরেই এগিয়ে যাবে।

আর আড়াল থেকে দ্যাখা নয় , সরাসরি মনোযোগ দিন এই লেখাটিতে। মনোযোগ দিয়ে পড়ুন :

কবিতাপাক্ষিক ২৭৬ (১৭ এপ্রিল ২০০৪ ) -এ মাঝের পাতায় ছিল হলুদ ম্যাপলিথো কাগজে ছাপা মনীষা বন্দ্যোপাধ্যায়- সংকলিত ৫০ টি পরামর্শ।

আর পরামর্শগুলির পর ছিল এডিটোরিয়াল নোট। প্রথমে সেই নোটটি পড়ে নেওয়া যাক।একটা বক্স-এর মধ্যে ছাপা হয়েছিল সেই নোট।

' প্রভাত চৌধুরী গত সপ্তাহে শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেখানে রুদ্র কিংশুকের বইয়ের আলমারির কাচে এই ৫০টি পরামর্শ সাঁটা ছিল। নববর্ষে গ্রাহক এবং পাঠকদের এটিই আমাদের উপহার।পত্রিকা থেকে খুলে এটিকে চোখের কাছাকাছি রাখুন , অন্তত কিছুদিন ।

দুই পৃষ্ঠা জুড়ে হেডিং -এ লেখা হয়েছিল :

নতুন বছরের জন্য ৫০ পরামর্শ □সংকলক মনীষা বন্দ্যোপাধ্যায়। আর মনীষা যে শান্তিনিকেতনের একজন আত্মজন , এটাও জানিয়ে রাখলাম। এখন ওই ৫০ পরামর্শ থেকে টেন পার্শেন্ট অর্থাৎ মোট ৫টি পরামর্শ এই লেখায় ব্যবহার করছি। সেই সঙ্গে ঘোষণা করছি কবিতাপাক্ষিক/ আবার প্রতিমাসে আবার নিয়মিত প্রকাশ করা সম্ভব মনে হচ্ছে।কবিতাপাক্ষিকের আগামী কোনো সংখ্যায় ৫০টি পরামর্শ আবার প্রকাশ করব। সেটা নববর্ষেও হতে দোষ কী ! এখন পরামর্শ-পর্বে :

১ ॥ বছরে অন্তত একদিন সূর্য ওঠা দেখো।

৬ ॥  তোমার হাত দিয়ে সুন্দর কিছু তৈরি করতে শেখো।

১৫ ॥ লোকে যেন বোঝে তুমি কীসের পক্ষে আর কীসের বিপক্ষে।

 ৩৫ ॥ ভালো আইডিয়া কাজে লাগাতে দেরি কোরো না। হতে পারে আর কেউ সেটা ভেবেছে। সাফল্য তারই আসে যে প্রথমে এগোয়।

৪৩ ॥ মৃত্যুর আগে যে পঁচিশটা কাজ তুমি করতে চাও তার তালিকা বানাও । মাঝে মাঝে সেটা দেখো।

৫০ -এর মধ্য থেকে যে ৫টি নির্বাচন করলাম , সেটি নিজের মর্জি মতো। বাকি ৪৫টিও সমান গুরুত্বপূর্ণ পরামর্শ।

আমার কথা হল , আমরা যেহেতু মানুষ , আমরা সকলেই পরামর্শ দিতে যতটা পছন্দ করি অপরের পরামর্শ শুনতে কখনোই আগ্রহ প্রকাশ করি না ।

ঝাঁপি নয় , আমার ঝাঁকাগুলির মধ্যে আর কী কী আছে , তার কিছু কিছু দেখানোর চেষ্টা করা যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...