সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৯ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া । বিপাশা আবাসন । ৩১।১০।২০২০  সকাল সাড়ে দশটা । পুজো টুজোর পর আবার সব গতানুগতিক । যদিও আমার রুটিন ঠিক ছিল ।


শব্দসূত্র :  হরবোলা , পাখি ডাকে


হরবোলা আর প্রকৃত পাখির ডাকের ভেতরে ফাঁক থাকে । হরবোলা ডাকে অস্বাভাবিক আর পাখি ডাকে স্বাভাবিক । ফলে যে ঠিকঠাক শোনে, বিচার করে,  সেতো বুঝে নেবেই । হরবোলার বাহাদুরি কিছুক্ষণ,  পাখির সারা সময় । হরবোলা পাখি ডাকলে পকেটে পয়সাকড়ি আর পাখির সারা সময় । হরবোলা পাখি ডাকলে পকেটে পয়সা কড়ি আর পাখির শুধু আনন্দ আর আনন্দ । এ আনন্দ উনপন্ঞ্চাশ বায়ু দিয়ে ভেসে বেড়িয়ে সারা পৃথিবীতে ছড়ায় । তবু কেন যে এত সন্ত্রাস  আতঙ্ক  ....


পাখি ডাকলেই  যেমন সকাল বুঝি আর কলুষহীন সকাল আমাকে ছোঁয় । আমরা শিস্ দিতে জানি,  শিস থেকে ইশারা, কিন্তু ভাষা আসে না । সকাল পেরলে কেন জটিল হয় মন! পাখির ডাক কি আমাদের কাছে তখন বৃথা .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...