মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৩১ || নীলাঞ্জন কুমার || অবসরের আগে ও পরে । পীযুষ রাউত

কিছু বই কিছু কথা ২৩১ । নীলাঞ্জন কুমার






অবসরের আগে ও পরে । পীযুষ রাউত
। স্রোত প্রকাশনা । কুড়ি টাকা ।

' আকাশ আকাশতো পাখিদের চূড়ান্ত আশ্রয় কখনো দেবে না ।/ কাঁটাতারের সীমান্তিক  বেড়া আটকে দেবে হরিণকে ।' ( ' আশ্রয় কোথায় ') , ' তুমি আসলে কার উপমা বুঝতে না বুঝতেই পাক ধরলো চুলে ' ( 'তোমাকে ')র মতো বাহাদুরিহীন স্রেফ নিজস্ব উপলব্ধি অতি সহজ সরল শব্দচয়নে লিখে গেলেও যাঁর কবিতায়  কবিতা ধরা পড়ে ও এক ঝলক ভেবে নিতে হয়,  সেই কবি পীযুষ রাউতের কবিতার ভেতর আকর্ষণ তাই গড়ে ওঠে । তাঁর কাব্যগ্রন্থ 'অবসরের আগে ও পরে'- র ভেতরে তাই তাঁকে আরো পড়ার আগ্রহ চেপে বসে । পড়ে ফেলি ও পংক্তি মনে ধরে রাখি:  ' কবি শুয়ে বসে দেখছেন, ভাঙছে সম্পর্ক । ভাঙছে বিশ্বাস ।/ এই সব দেখতে দেখতে যদি ঘুম আসে/  শান্তির ঘুম । / আঃ যদি আসে ।' ( যদি ঘুম আসে), রূপকথার কেউ রাজকন্যা,  তোর আলোয়, রূপের আলোয় নিমেষে মাত্রই কেটে গেল/  মেঘ । ' ( ' রূপকথা ')   ,' এত বেহায়া / এত বেহায়া দুম্ করে ঢুকে পড়ে সৃষ্টির দেহে ' ( ' বেহায়া আমি ' ) 'ইত্যাদি ইত্যাদি ।
              ত্রিপুরা নিবাসী এই কবির কবিতা পড়ছি দীর্ঘদিন । কবির কবিতার ভাষায় বৈচিত্র্য না থাকলেও  কবি জোর দিয়েছেন  বিষয়ের দিকে । ২০০৪ সালে ক্ষীণতনু কাব্য পুস্তিকা টি বিষয়গুণে পড়া যায় । প্রলয়েন্দু চৌধুরীর প্রচ্ছদ বলা যেতে পারে কাব্যগ্রন্থের মতো সাদামাঠা । যা দৃষ্টিআকর্ষণে অক্ষম ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...