মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫১ || নীলাঞ্জন কুমার | | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫১ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা





তেঘরিয়ার বিপাশা আবাসন ২১।১২।২০২০ সকাল ৮টা  ১০মিনিট । চা বিস্কুট খেতে খেতে স্ত্রীর মোবাইলে প্রতিদিন ' গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে ' গানটি শুনতে শুনতে তার সুরমাধুর্য সারা সকাল গুনগুন করে । সৃজন  মেজাজ বিস্তার গড়ে ।


শব্দসূত্র:  গৌরচাঁদ নাচিয়া বেড়ায়


সারা সকাল গানের সঙ্গে সঙ্গে গৌরচাঁদ নেচে বেড়ানোর অধ্যাস সুরমাধুর্যের সঙ্গে গড়ে ওঠে যে  কখন ! মনে মনে ছোট্ট গোপাল আমাদের চা বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে বিস্কুট খেতে খেতে আনন্দ পায় । গৌরচাঁদকে ঘুম থেকে তোলা তারপর তাকে আগডুম বাগডুম আদর এখন  কত্রীর অভ্যাসে । গৌরচাঁদের প্রতিদিনের নাচ ঘরের মেঝেতে কোন ছাপ না রাখলেও মনেতে ছাপ রাখে । গৌরচাঁদ পেতলের বাঁশিতে কোন কোন সুর না উঠলেও আমার মনে কি করে হরেক সুর বয়!  বুঝিনা গৌরচাঁদ এত দিন থাকতে থাকতে সত্যি কি আমার ছেলে হয়ে গেছে?


নাচিয়া নাচিয়া সারা সকাল সে রুনুঝুনু করে ঘুরে বেড়ায়,  স্বপ্নে দেখি । আমার গৌরাঙ্গ সাধারণ,  গরীব । আমারই মতো । কিন্তু তাতেই খুশি ।


বেড়াতে গেলে গৌরাঙ্গ কি খুশি ....কি খুশি ....। নাতিরা ওকে ছাড়তেই চায় না , গড ভাই বলে ...। চুমু খায়, মজা করে,  গোরাচাঁদ ওদের সঙ্গে মিশে যায় ....






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...