শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৪ || সৌমিত্র রায় || "

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৪

সৌমিত্র রায়


শরৎপল্লী; ১৮-১২-২০২০; সন্ধ্যা ৬:১৫; সিঁড়ি ৷ চুম্বন করে পদতলে ৷ ওঠো ৷ নামো ৷ ওঠানামার মাধুর্যে ৷ চুম্বনের, আন্তরিকতার, গভীরতা ৷৷ এই যে লেখা ৷ বিরতিতে ৷ বিরতিতে ৷ বিরতির মাধুর্যেই কাব্যের আলিঙ্গন ৷৷ এই আমার সিঁড়িপ্রীতি ৷৷ ভাইরাল হওয়া প্যারাসুট ! কিংবা লিফ্টের রাজনৈতিক বক্তৃতা ৷ সেখানেও গ্রহণযোগ্য সিঁড়ি ৷৷ আমার হাঁটতে ভালো লাগে ৷ হাঁটি ৷৷ দেখি ৷ হাঁটতে হাঁটতে ৷৷ আগামীকাল ৷ কলেজমাঠ ৷ অমিত শাহর সভা ৷৷ মিছিলে কারা যেন হাঁটছে ! কারা ? চেনা যাচ্ছেনা !  চেনা যায় না ৷ কাউকেই ৷ আজকাল ৷৷ চলো একটু বিরতি নিই ৷ ভাবি ৷ ভাবাই ৷ অক্ষরে অক্ষরে ৷৷ আমার পদতলে ৷ ঘামে ৷ ফুঁ দেয় সময় ৷ সময় আমার মা ৷ আমি চিরকাল তার কোলে শিশু ৷৷ চিরকাল ৷ ভীষণ অচেনা ৷ চারপাশ ৷৷ অচেনা দৃশ্যের মাধুর্যে ৷ আমার অক্ষরের সিঁড়ি ৷ আমাকে ফেলতে বলে পা ৷ লিখতে থাকি তাই ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...