শব্দব্রাউজ ৫৬ || নীলাঞ্জন কুমার
| "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন । ২৬। ১২ । ২০২০ সকাল সাড়ে আটটায় । ছুঁয়ে ফেলে দেওয়ার ভেতরে যেমন পরিত্যাজ্যতা থাকে তেমনি দুঃখ মিশে থাকে ।এই অনন্ত সত্যের সঙ্গে সন্ধি করে আমরা প্রতিদিন কত কিছু নিঃশেষ করি নিজের কাছ থেকে । তারপর তাদের মাথা থেকে ডিলিট করে দিই ।
শব্দসূত্র : নিজেকে নিক্ষেপ করি
নিজেকে স্বপ্নের সঙ্গে বসবাস করতে দিয়ে, বাদবাকি যা কিছু ফেলে দিতে , জানি মায়ামমতা ত্যাগ করতে হয় ।নিজেকে অদ্ভুত আবেশের মধ্যে রেখে সংজ্ঞা খুঁজি পরিত্যাজ্যের । নিজেকে গড়ে তুলি নির্মমতা দিয়ে ঘিরে । নিজেকে বিশ্বাসের মধ্যে স্বাদ খুঁজে নিতে ঠিকঠাক গড়েপিটে নিই । তবে তো হয়ে উঠি প্রকৃত ।
নিক্ষেপ করার জন্য শক্তি চাই । সে শক্তি আমাদের যিনি দেন তাকে মনেই আনি না । নিক্ষেপের স্বপ্নে সারাদিন শুদ্ধ হই । সে শুদ্ধতা আমায় অন্য কিছু দেয় । দূষণহীন জীবনের জন্য প্রার্থনা জারি থাক । প্রকৃতি আমায় ভালোবাসে বলে দূষণ নিক্ষেপের ইচ্ছে জাগে । আমি গভীরতার স্বাদ পাই ।
করি প্রার্থনা । দিই সকলের জন্য ভালো কিছু । করি মনের মতো সুন্দর সব দিক । করি উজ্জ্বল, ভরিয়ে দিই ঘরদোর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন