শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২১২ || নীলাঞ্জন কুমার || কাঁচপোকা ও অন্যান্য কবিতা || শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়

 কিছু বই কিছু কথা ২১২ । নীলাঞ্জন কুমার




কাঁচপোকা ও অন্যান্য কবিতা । শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়
। সমাকৃতি প্রকাশ । দেড় টাকা ।

যখন কোন কবির কবিতা ( তা যে কোন সময়েই হোক না কেন)  - র ভেতরে সম্ভাবনার দিকটি লক্ষ্য করা যায়,  যেমন কবি শান্তিনাথ  বন্দ্যোপাধ্যায়ের কবিতা:  ' তোমার গান্ডিব হ'তে  ছুটে যায় এমন এক তীর/  উত্তর ও দক্ষিণ মেরুকে যা এক করে দেবে । ' -র পাশে  পাই ' নাব্যতা তোর করব পরখ পাখি/  ( উড়ুক্কু তুই)  / তোর জন্য রইল গোলাপ/  - কাঁটায় মাখামাখি ।'-র মত ট্রাশ পংক্তি পড়তে হয় তবে সে কবির ওপর পাঠকের বিষোদ্গার করা যে অন্যায় হবে না বলতে পারি । সারা কাব্য পুস্তিকায়  বারোটি কবিতার ভেতরে এ ধরনের ভালো ও বিশ্রী মেশামিশি   কবিতা পড়তে বাধ্য হতে হয় পাঠককে এই কাব্য উদ্যোগে । নব্বই দশকে সৃষ্ঠ এই কাব্য পুস্তিকা টি  বলেই বলতে হয় যে এই দশকের বহু ক্ষেত্রে নতুন কিছু তেমন একটা পাইনি । অমুক গোস্বামী তমুক গাঙ্গুলী অমুক ঘোষের কবিতার ছায়া সমৃদ্ধ যুগ বলা যেতে পারে । তা ছাড়া বেশির ভাগই বানিজ্যিক দিকে ঢলে পড়েছিল ।  নব্বই দশকের এই কবির ক্ষেত্রে সেই গন্ধ পাওয়া যায় ।
এ কবির কবিতা স্বগতোক্তি কেন্দ্রিক  ' তুমি যত ব্যথা দাও,  সে ব্যথা বুমেরাং হয়ে তোমাকে ভাবাবে ' ( ইন্টারভিউ ৭) , ' এক আলো এক রঙ ।/ তুমি একা কাঁচপোকা!  ' ( কাঁচপোকা)  তার উদাহরণ । আফশোস,  এই কবিতায় গভীরতা ও ব্যন্ঞ্জনার অভাব দুঃখ দেয় ।উৎপল চক্রবর্তীর প্রচ্ছদে নামাঙ্কন কিছুটা দুর্বোধ্য । তা যে কোন কবিতা বই এর ক্ষেত্রে ক্ষতিকর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...