শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৩৩ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৩৩ ||  নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন ৪।১২। ২০ সময় সকাল সাড়ে দশটা । বাজার পর্ব সেরে দরদাম আর কেনাবেচার কৌশল নিয়ে যে আলো-ছায়ার জীবন তার কথা ভাবনায় নিয়ে বাড়ি ফেরা । মাথায় তখন আলো-ছায়ার খেলা ।


শব্দসূত্র  :  আলো- ছায়ার খেলা



হাইরাইজের দেওয়ালে আলো- ছায়ার খেলা দেখতে দেখতে বোঝা গেল নিত্যনৈমিত্তিক জীবনের কথকতা । ভোরের মোবাইলে ' ভোর হইল জগত জাগিল ' শুনে চা-বিস্কুট খেতে খেতে মন ভালো করার চেষ্টায় থাকি,  বুঝি না তার ভেতর থেকে টুক করে কিভাবে ঢুকে পড়ে
রোজকার জীবনের তাগিদ । সে সময় চাওয়া পাওয়ার যাবতীয় সম্পর্ক তাল মিলিয়ে ছুটে চলে ঘুমের আগের সময় পর্যন্ত । মানুষের কাছে আলো মানে উজ্জ্বলতা, আর ছায়া মানে শোক এই তত্ত্ব । কিম্ভুত ট্যাবু টোটেম কি অনায়াসে মানুষ হজম করে!  বদ্ধজীব হয়ে কিশোর কুমারের গান শুনে হাততালি দেয় , ' এই তো জীবন '।বাজে গান যত বাজে ততই সে জনপ্রিয় বছরের পর বছর ।


আলো- ছায়ার দুনিয়ায় তুমি আমি । সন্ধ্যের আগে মন খারাপের বিকেল বার্তা দেয় সব উজ্জ্বলতা শেষ । এখন কৃত্রিম আলো জড়িয়ে ধরো,  নাটক শুরু হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...