সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হৈমন্তী || পার্থ সারথি চক্রবর্তী || সমান্তরাল কবিতা

 হৈমন্তী 

পার্থ সারথি চক্রবর্তী 


হেমন্তের কোন এক অলস দুপুরে 
মেঠোপথে হেঁটে যেতে যেতে, 
হারাই এক সোনাঝরা হলুদ ভুলভুলাইয়ায় ......
মুহূর্তে মিশে যাই সোনালী ক্ষেতের সাথে।

আহারে আমার শস্য শ্যামলা মা,
আমার বাংলা, তোমার আঁচলে যে ভীষণ মায়া।
আমি বারবার ফিরে যাই তোমার কাছে।
হেমন্ত যেন মায়ের হাতের সেদ্ধভাত নিয়ে আসে।

রাখালের বাঁশির সুরে ভেসে যায় মন,
এক অদ্ভূত ঘোর লেগে থাকে চোখেমুখে।

আমি হেমন্তের কাছে ঠিকানা লিখে রাখি,
মায়ের পরশে পাগল হই সোনালী দিনে।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...