মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১১ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১১

সৌমিত্র রায়

পঞ্চুরচক ; ১৫-১২-২০২০ ; সন্ধ্যা ৬:৫২ ; পাতা ৷ ঝরছে ৷ ঝরে পড়ছে ৷ গাছ নির্বিকার ৷৷ ট্রাফিক গার্ড ৷ নির্বিকার ৷৷ কবি ধরতে পারছে না ৷ গাছের শোক ৷৷ কবিও কি নির্বিকার থাকবে ? প্রশ্নচিহ্ন ৷ প্রশ্নচিহ্ন ৷ প্রশ্নচিহ্ন গতিময় গাড়ির আলোতে আটকে আছে সিগন্যালে ৷৷ ছুটোছুটি ৷ প্রশ্নচিহ্নের ৷ ওইসব আলোর সাথে ৷৷ নির্বিকার ৷ পাতারাও ৷৷ গাছকে বলি ৷ তুমি কোন শূন্যতায় পূর্ণ ? গাছ ৷ ভালোবাসা তোমাকে ৷ আমরা সবাই আছি তোমার ছায়ার নীচে !|| শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...