শনিবার, ২ জানুয়ারী, ২০২১

দুটি কবিতা || রোশেনারা খান || শনিবারের কবিতা

দুটি কবিতা

রোশেনারা খান






তুমি চলে গেলে


অনেক কথা হয়নি বলা

কষ্ট পাবে বলে,

অনেক কথা বলার ছিল

তুমি চলে গেলে।

মাসগুলো সব পার হয়ে

বছর হল শেষ,

কী জানি? কোথায় আছ,

কোন সে খুশির দেশ।

স্বপ্ন ছিল সাধ ও ছিল

হারিয়ে গেল সব,

এখন শুধু নীরবতা

নেই তো কলরব।

সুখ দুঃখের সাথী হয়ে

কাটল কিছুদিন,

তবুও জানি রয়ে গেছে

দিনের কাছে ঋণ।

ছোট ছোট খুশি ছিল

ছোট ছোট সুখ,

তারই মাঝে ছিল যে

তোমার হাসি মুখ।

নিজের মনে গুমরে মরি

বলব কাকে বল ?

যাবার বেলা বললে না

আমার সাথে চল।




আমার কবিতা



কবিতা আমার স্বপ্ন বিলাস

কবিতা আমার প্রতিবাদ,

কবিতা আমার রুদ্ধ কান্না

কবিতা আমার গোপন সাধ।

তোকেই বলি মনের কথা

কবিতা তুই আমার সই,

তুই আমার ব্যথার প্রলেপ

তুই আমার সুখ অথৈ।

যা  লিখি মনের পাতায়

খাতায় তা জমিয়ে রাখি,

সবাই যখন দূরে চলে যায়

তোকে নিয়েই বেশ থাকি।

তুই আমার আমিও তোর

সত্যি জানবি এই কথা,

দুজন দুজনের পরিপূরক

কেউ কাউকে দেবনা ব্যথা।


             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...