শনিবার, ২ জানুয়ারী, ২০২১

#চ্যাটমোড 3G || অভিজিৎ দাসকর্মকার || "i-যুগের" কবিতা

 #চ্যাটমোড 3G

অভিজিৎ দাসকর্মকার 



হঠাৎই বেয়াদব হলো রাত ≈ ↓

বি.পি.এল দড়িতে বিছানা মাখা চাদর


দূরে, ক্লান্তি, ব্রাহ্মণ্য লাভ করছে | আরো দূরে,বাসি ঘুমগুলো খাঁটি বিকেলের বেঞ্চে বসে | চিনে বাদামের চিনচিনে আওয়াজ~ বাতিল হওয়া নোট | 

শীত, তাই কিছুই টকে যায় নি ~

↓ চিন্তাগুলোর পিছনে অন্ধকার লাগছে? 

আসলে ~ ছাউনির অবয়বে বইছে ১টি মরানদী | কারণ জামার কলারের নীচে সরু সরু আলপথ আমাকে সেলাই করে রেখেছে |

 

সকাল | শূন্য | ক্যাটস আই / কেতুর টানাপোড়েন | বিপন্ন গণিত |

অথচ 

ভুল শব্দ খুঁজতে সরাসরি নাভিতে লাফ | 

মহামান্য অডিয়েন্স↓

বাথটাব & সাবান ফেনায় তাপমাত্রা অজ্ঞান হচ্ছে

আবার রি-জ্ঞান লাভ করছে  




1 টি মন্তব্য:

  1. আসলে ~ ছাউনির অবয়বে বইছে ১টি মরানদী | কারণ জামার কলারের নীচে সরু সরু আলপথ আমাকে সেলাই করে রেখেছে |

    দারুন ইমেজ অনন্য

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...