মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩২ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩২

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


৩২
মেদিনীপুর; ০৫-০১-২০২১; সন্ধ্যা ৬:১৮; বোতল ৷ জলের ৷ তুমি পান করছো ৷ জল ৷৷ ভরিয়ে দিচ্ছো ৷ শূন্যতা ৷ বোতলে ৷৷ খালি হয়ে গেলে ৷ ফেলে দিচ্ছো ৷ বোতল ৷৷ ফিরে তাকাচ্ছো না ৷ তুমি ৷ দেখছো না ৷৷ কিছু ঘাস ৷ মিছিলে পদপৃষ্ট ৷ শুকনো হতে থাকা ৷ ঘাসেরা ৷৷ তাকাচ্ছে ৷ বোতলের শূন্যতায় ৷৷ আমি লিখছি ৷ আমাকে পাগল ভাবছো ৷ তুমি ৷ তোমরা ৷৷ আমি ঘাসেদের হয়ে ৷ দেখছি ৷ মাঠময় প্লাস্টিক ৷ পোঁদা বিড়ি ৷ আধপোড়া সিগারেট ৷ ২০ টাকার দেশী পাউচ ৷ শূন্য ৷ বোতলের শূন্যতা ৷৷ দেখছি ৷ মাঠের হয়ে ৷৷ লকডাউন পরবর্তী মাঠ ৷৷ রাজনীতির মঞ্চ ৷ সাংস্কৃতিক মঞ্চ ৷ মাঠময় বাঁশেদের গর্ত ৷৷ ফেরেনি ছাত্ররা ৷ ঘাসেরা চাইছে ঘাম ৷৷ ছাত্রছাত্রীদের পদস্পর্শ ৷৷ কবি বসে ৷ একটা মাঠের তৃষ্ণার্ত বুকের উপর ৷৷ মাঠ বসিয়ে রেখেছে কবিকে ৷ উঠতে দিচ্ছে না ৷৷ || শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...