শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন || প্রতিবেদনে: ড. শান্তনু পাণ্ডা

মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন: 

প্রতিবেদনে: ড. শান্তনু পাণ্ডা

আজ মেদিনীপুর শহরে শরৎপল্লীর  হরিজন কলোনিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম মহাপ্রয়ান দিবস পালন করলো সংকল্প ফাউন্ডেশন।  তাঁর কাজ ছিল সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের মূলস্রোতে নিয়ে আসা।মহাত্মা গান্ধীর আর্দশ ছিলো অহিংসা, কিন্ত ১৯৪৮ সালে ৩০শে জানু য়ারী বিরলাহাউসে রাত্রিকালীন পথসভা করে ফেরার সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন করেন।এই বেদনাদায়ক মৃত্যু দেশবাসী মেনে নিতে পারে নি আজও। আজ উনার মূর্তিতে মাল্যদান ও বাচ্চাদের মধ্যে চকলেট বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্বাগত ভাষন দেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সংক্ষিপ্ত ভাবে কর্মজীবন তুলে ধরেন ডিরেক্টর ডঃশান্তনু পান্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পিন্টু সাউ,ওসদস্য অনীশ সাউ।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...