ভীড় করে আসা ভাবনারা- ৯
পার্থ সারথি চক্রবর্তী
পথ দিয়ে হেঁটে যেতে দেখি
সারি সারি সময়
আর আস্তিনে গুটোনো কলকব্জা
সুযোগ বুঝে খুলে দিই-
সময়ের ভীড়ে
হুটোপুটিতে খেই হারিয়ে যেতে থাকে
পুরনো সব অভ্যাস, ঘটিবাটি
আর ভাবনারা
আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে
ঐন্দ্রিক প্রবৃত্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন