শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

গোপীজন কথা - - ৩ || জয়ন্ত চট্টোপাধ্যায় || আজকের কবিতা

গোপীজন কথা - -   ৩    

জয়ন্ত চট্টোপাধ্যায়





নিবাত অন্ধকার।চারপাশ শব্দহীন অথবা
ক্ষীণ ডেসিবেল।হাত বাড়াতে পারো সখা
ভরসা নাম।আজকাল বাঁশি বাজে না।
একঘেঁয়ে গোচারণ প্রবল দগ্ধতা।তুমি কি
একাকী ছেড়েছো ভার প্রিয় সংস্কার মুদ্রা
ও বিভঙ্গ নীল রং শিখা ও বুনন হাসিমুখ?
বরাভয় জলের কৌশল স্ফুলিঙ্গপাত
দাহ্যতায় সব বুঝি ভুলে গ্যাছো!
লীলায় লীলায় অঙ্ক কুটিল হিসাব
অস্ত্রসজ্জা সৈন্যমুখ...... তোমাকে অচেনা।
এ বেশ চেনে না ব্রজ।দুরন্ত কিশোর ভাঙো
লজ্জা ও ক্লেদ মাখনে লালিত দেহ ব্রজরজ মেখে
দামাল ষণ্ড হও।লজ্জাবস্ত্র উড়ে যাক কামনার বনে.....

তুমি রক্ত আর অস্ত্রহীন দুরন্ত রাখাল হাসিমুখ
বাঁশির প্লাবনে আমাদের নিশ্ছিদ্র কালো মুছে দাও।

গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...