মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬৫ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬৫|| নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৬৫ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়ার বিপাশা আবাসন,  ৪। ১ । ২০২১ সকাল ন টা । জীবনের কথা মনে এলে জীবন জুড়ে কি পেলাম কি দিলাম তার মূল্যায়ন চলে মনে ।  মূল্যায়ন চলুক,  না হলে নিজেকে বুঝব কি করে?



শব্দসূত্র : থাক জীবন জুড়ে


থাক সমস্ত মূল্যায়ন আমার ভিতরে,  আমি না হয় একটু শুদ্ধ হলাম । অবাঞ্ছিত সব কিছু আস্তাকুড়ে ফেলে দিলাম । থাক আমার সরলতা,  অহৈতুকি জীবন সম্ভার । থাক অহর্নিশি কালি কলম কাগজ নিয়ে থাকাথাকি । থাক সারাদিনের কথাবার্তা না বোঝার অমনোযোগীতা। লোকে না হয় বলুক ও ওরই মতো । থাক হাজারো অপমান । হাজারো সম্মান । জীবন জুড়ে ।


'  জীবন আমার জীবন কেন শব্দ করছো না ' বীরেন্দ্র চট্টোপাধ্যায়েরএই কবিতার সঙ্গে গল্পসল্প করতে করতে নিজেকে পরিশুদ্ধ করি । জীবন আমায় শেখায় ঘন্টায় মিনিটে সেকেন্ডে  । ঘুমের মধ্যেও স্বপ্নে শিখি । জীবনে ছড়ানো ছেটানো জীবনের সঙ্গে কে আর তাল মেলাতে পারে !



জুড়ে থাক আমায় পাগলামো,অনবরত দুর্বোধ্য উচ্চারণ । জুড়ে থাক সুগন্ধ কুগন্ধ । তাদের নিয়ে বেঁচে থাকতে চাই । লংড্রাইভ করতে চাই কমপক্ষে ছায়াপথে । জুড়ে থাক আমার প্রিয় সম্ভার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...