শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৫ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৫|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৭৫। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন সকাল আটটা পঁয়ত্রিশ । মকর সংক্রান্তি অথচ বাড়িতে তেমন উচ্ছ্বাস নেই আগের মতো । তবু দিন  যায়,  একটু একটু করে নিয়ম মেনে । বাঁধা ছকের জীবন আর কতদিন,  কে বলবে!

শব্দসূত্র:  হায় দিন যায়


হায় সব স্বপ্ন বন্দি চার দেওয়ালের ভেতরে । প্রিয় সত্যও চার দেওয়ালে । গোনা দিনের ভেতর দিয়ে অজস্র মুক্তির ইঙ্গিতের জন্য হাপিত্যেশ । সকলের । এইভাবে গড়তে ভাঙতে হেঁটে চলি সময়ের সঙ্গে । হায়,  কতকাল হাঁটা হয় না প্রিয় কলেজ স্ট্রিট দিয়ে । নতুন পুরনো বই এর ঘ্রাণ নিতে নিতে ভাসতে ভাসতে নিজের উড়ে চলার অনুভব আর পাওয়া যাচ্ছে না । কফি হাউসের অজস্র কথাবার্তা ছুঁতে ছুঁতে আমার ভেতরে সমস্ত শব্দ আরো তীক্ষ্ম হয়ে ওঠার স্বাদও নেই । এ অনুভব সবার,  কথায় বোঝা যায় ।


দিনগুলো থেকে যাবে স্মৃতিতে,  ছুটে আসবে সস্তা কলমে তারপর গল্প কবিতা প্রবন্ধের  সঙ্গে মিলেমিশে সকলের সামনে ছুটে আসবে । দিনগুলো বড় দুঃখের,  কল্পনাময় । বাস্তব বড় হাতছানি দেয়,  হায়!


যায় দিন । ছোটে। তাড়িত করে মনন। বিন্দুর সামনে দাঁড়াই । একা ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...