শব্দব্রাউজ ৮১ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮১ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২০। ১। ২০২১ সকাল ৮টা ৪০মিনিট । খবরের কাগজ পড়লেই বোঝা যায় কিভাবে পাল্টি খাচ্ছে মানুষজন । প্রতিমুহূর্তে । তা কখনো জোকারি হচ্ছে কখনো চায়ের দোকানের রসাত্মক আড্ডা হয়ে উঠেছে ।
শব্দসূত্র : পাল্টি খাওয়ায় পরিস্থিতি
পাল্টি খেতে খেতে যদি মানুষ তার বিবেককে শুদ্ধ করতো তবে কথা ছিল । কিন্তু তা যখন হবেই না তখন পাল্টিখোরদের নিয়ে মজা করা ছাড়া কিইবা আছে । রাজনীতি গার্হস্থ্য সব জায়গায় দিন থেকে রাত পাল্টি খাওয়ার অভ্যাস যখন করায়ত্ব, তখন বিবেক নামক কোন কিছু নিয়ে আমরা ভাবি কি করে? কি আশ্চর্য মানুষ কালকে ধরা নীল পতাকা ছেড়ে কি সুন্দর আজ হলুদ পতাকা নাড়িয়ে চলে! মানুষের হাততালির ভেতর থেকে যে পরমানন্দ ছুটে আসে তাকে কি নির্বুদ্ধিতার হাততালি বলে ! আসলে আমরা ফলাফল ভালোবাসি । স্বার্থের সঙ্গে ফলাফল মিললেই কিস্তিমাত ।
খাওয়ায়, সব কিছু পরিস্থিতি । পরিস্থিতির দানাপানি খুঁটে তুলতে তুলতে দিন গেল । যে যার দানাপানির স্বপ্ন দেখতে গিয়ে আরো অনেক কিছু দেখে ফেলে । তখনই পাল্টি খায় ।
পরিস্থিতি আমাদের সুখী হতে দেবে না । এক থেকে আর এক নৌকোয় ভিড়তেই চাইবে । এই ভবিতব্য, কি বলেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন