মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৯ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৯|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৭৯ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১৮। ১।২০২১ সকাল ন ' টা । গানের সঙ্গে যেহেতু তাল মিলে যায় তাই আলাদা করে তাল নিয়ে ভাবা হয় না । শিল্পীর মুক্তি কিন্তু  সুরে তালে,  তার সঙ্গে বাঁধা তাল লয় । কাহারবা দাদরা ঝাঁপতালে ।



শব্দসূত্র  :   কাহারবা দাদরা ঝাঁপতাল




কাহারবার ধাগে নাক ধিধি নাক তাকে নাক তিনি নাক তবলার ঠেকায় যে স্বপ্ন গড়ে ওঠে তাকে অস্বীকার করি কি করে!  প্রকৃত লহরার সঙ্গে জাকির হোসেনের পায়রা ওড়ানো বাজনা আজীবনের স্মৃতি হয়ে থাকে কিভাবে?  তাল ঠেকার কিৎসু না জেনেও কোন মন্ত্রে আমার মাথা দুলে ওঠে অবিরাম তালের বিদ্যুৎ স্পর্শে ? কাহারবার ওস্তাদি গ্রাস করে নিউরোনে । তন্নিষ্ঠ হয়ে যাই,  তখন সুর লয় তাল ওস্তাদি সব মিলেমিশে একাকার ।



দাদরার ধা ধিন না না তিন না তালের বাহারে ছ' মাত্রার আন্দোলন কি সত্যি সত্যি মহামারী সাম্প্রদায়িকতা ভুলিয়ে ছাড়ে ! তাল কানা জীবনের বাইরে যে তাল মেলানোর খেলা চলে তাকে ছুঁয়ে থাকার যে আরাম তা কতজন বোঝে!  দাদরার গমক মেশে রক্তে,  আমি সুখী হয়ে উঠি ।



ঝাঁপতালের ধিনা ধিধিনা তিনা ধিধিনা গভীর থেকে গভীরতর পর্বে যেতে সাহায্য করে । ঝাঁপতালের চাতুরি দোলায় হৃদয় । সেজে উঠি নতুন হয়ে ।


1 টি মন্তব্য:

  1. বেশ লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ। এমন আরও লেখা পড়তে আগ্রহী।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...