বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬৭ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬৭ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৬৭। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ৬।১।২০২১ সকাল সাড়ে আটটা । জনসমুদ্র নিয়ে ভাবতে গিয়ে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় । কোটি কোটি জনগণের ভেতর এক ক্ষুদ্র বিন্দুসম আমাকে  কে খুঁজে নেবে আলাদা করে?  ভাবতে ভাবতে সময় কাটে ।


শব্দসূত্র : জনসমুদ্রের একজনা


জনসমুদ্রের সঙ্গে গা ঘেঁষে যে পৃথিবীতে বসবাস সেই জনসমুদ্র কতটুকু জানা গেল!  কতটুকু আর তাদের ব্যবহারিক জীবনের সন্ধান করা গেল!  বেঁধে বেঁধে থাকা না থাকলে কি করে পরস্পর হাজারো বছর একই সাথে? এই জীবন যায় হারিয়ে মিলেমিশে আর সারাক্ষণ জনপ্লাবনের সঙ্গে থাকা কেমন ধাতস্থ হয়ে যায় । তা না হলে দিন কেমন দমবন্ধ দমবন্ধ । খাপে খাপ না মিললে যেমন বিপত্তি,  তেমনি সংঘাতময় জীবন  বিশ্ব জুড়ে প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও । তবু জনসমুদ্র আমাকে ডাকে ,  প্রতিটি আওয়াজ গর্জন হয়ে ওঠে । অভ্যস্ত থাকি,  আনন্দে থাকি ।


একজনা আর কি করতে পারে ! একজনার ভেতর বন্ধুত্ব বাসা না বাঁধলে নিজেকে জানা সম্ভব নয় । সেই জানা থেকে হাজারো সন্ঞ্চালন । এভাবে, এভাবেই ছড়িয়ে দেওয়া, যা  তোমার আমার সবার ....




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...