শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

২৫০ বছরের ঐতিহ্য || ডঃ শান্তনু পাণ্ডা

২৫০ বছরের ঐতিহ্য

ডঃ শান্তনু পাণ্ডা 



ডেবরা ব্লকের  সাকিরদা গ্রামের সামন্ত বংশের লক্ষী, নারায়ণ ও সরস্বতী পূজা উপলক্ষ্যে অনুষ্ঠান হল । এই পূজা ২৫০ বছরের পুরনো।  মূর্তি আছে নারায়ণ, দুই সখি, লক্ষী ও দুই দাসী, সরস্বতী  ও দুই পরী। পুজো ৩ থেকে ৭ দিন  ধরে চলে। প্রথম দিন ৩৫ কেজি আতপ চাল তারপর প্রতিদিন ১০ কেজি করে আতপ চাল ভোজ্য হিসেবে দেওয়া হয়। এছাড়া প্রসাদ হিসেবে থকে: ১কেজি দুধের ক্ষীর, ১ কেজি ছনা, ১  কেজি গাওয়া ঘিয়ের লুচি ও সুজি এবং ৫ কেজি দই ও চিড়।   তিন দিনের দিন মাছ ভাত খাওয়ার ব্যবস্থা থাকে ৫০০ জনের। এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় দর্প্প নারায়ন সামন্ত । এখন তার নাতির  ৬  জন  ছেলে পালা করে পুজো চালাছেন। ঢাক ও ঢোল বাজিয়ে পুজো করা হয়। দুটি তামার ঘট বসানো হয়। দেব্ত্ত সম্পত্তি রয়েছে সেখান থেকে পুজোর খরচ হয়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...