শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৮ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৮

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ২০-০২-২০২১; সন্ধ্যা ৬:১২; সৌন্দর্য ৷ ফোন ক্যামেরায় ৷ ফটোতে ৷৷ পোজ দিচ্ছে ৷ পাখি ৷৷ ভাইরাল বিড়ালটিও ৷৷ ভালো লাগছে ৷৷ সেল্ফির মুডে ৷ ছলাৎছল ৷ নদী ৷৷ কাঁসাই ৷ মুহূর্মুহু স্রোত ৷ কিছু কি বলছে ৷ কী বলছে ৷৷ শুনতে চাইছে ৷ সাঁকো ৷৷ যত দূরে যাও ৷ ততই সৌন্দর্য বাড়ে ৷ দ্বন্দ্বের সূত্রপাত ৷ নৈকট্যের অসচেতন খুঁতে ৷৷ পীচ রাস্তা থেকে ৷ নেমে আসা মোরামে ৷ নেমে আসছে ৷ হাঁটার আনন্দ ৷৷ রাঙা আনন্দ ৷৷ চলো হাঁটি ৷ সৌন্দর্য ৷ চলাফেরাতেও ছড়াক ৷ ছড়িয়ে পড়ুক ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...