চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮০
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২২-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৭; বিড়ালের চোখে ৷ সন্ধ্যা যেমন ৷ অনন্য ৷৷ রাত বাড়লে ৷ অনন্যতা বাড়ে ৷৷ রাতের গভীরতা চেয়ে ৷ সময় কাটাচ্ছে ৷ জোনাক ৷৷ দেওয়ালের রঙে ৷ অলসতার রঙ ৷ খুঁজে পেতে চেয়েছে তোমার ভালোবাসার ধন ৷৷ টিকটিকি টিক টিক শব্দে প্রশ্ন করছে ৷ সেটি আবার কেমন ! কেউ কী উত্তর দেবে ? উত্তরের অপেক্ষা করছে না ৷ ট্রলির চাকা ৷৷ কারণ ৷ তাকে কেউ প্রশ্ন করছে না ৷ কেন সন্ধ্যা নামলে ৷ তার গতি মন্থর ৷৷ বাতিস্তম্ভে ৷ জ্বলে ওঠা আলোয় ৷ বিড়াল তাকালে ৷ জ্বলে উঠছে তার চোখ ৷৷ সন্ধ্যা বলছে ৷ সব উত্তর ৷ এই চোখের ভাষাতেই ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন