শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

ধ্বনি পরিচয় ববইটির আলোচনা ৷৷ ড.শান্তনু পাণ্ডা ৷৷ কিছু বই কিছু কথা

ধ্বনি পরিচয় ববইটির আলোচনা

ড.শান্তনু পাণ্ডা




ধ্বনি পরিচয় আক্ষরিক অর্থে সাদরি ভাষার সংখিপ্ত   পরিচিতি। বইটি লিখেছেন ড. অরূপ মজুমদার, যিনি একজন শিক্ষক, গবেষক এবং গাইঘাটা ব্লকের প্রাথমিক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মানবিক মুখ। অঞ্চল ও সম্প্রদায় ভেদে যে নানা ভাষা রয়েছে তার একটা ছবি এই বইতে প্রস্ফুটিত। Anthropology এর গবেষক হিসেবে ড. অরূপ মজুমদার মুন্ডাদের জীবন যাত্রা এক রূপরেখ তুলে ধরেছেন।মুন্ডাদের ভাষা, পেশা,শিক্ষা, বাসস্থান,পোশাক পরিচ্ছদ, ধর্ম, গোত্র, সামাজিক, রীতি নিতি ও যাদু বিদ্যা সুন্দর ভাবে ব্যাখা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো "সাদরি" ভাষার বাংলা রূপান্তর। প্রত্যেকটি বর্ণমালা ধরে ধরে ধরে যত গুলো সম্ভব তা উল্লেখিত রয়েছে। অর্থাৎ বর্ন পরিচয়ের অনুবাদ। বইটির ক্থমুখ লিখেছেন অধ্যাপক মহিদাস ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়। উনার আলোচনা ও বিশ্লেশন খুব প্রান্মুগ্ধ ও প্রাসঙ্গিক। বইটির মধ্যে সাদরি ভাষার নানা দিক প্রস্ফুটিত হয়েছে। বাংলা ভাষার প্রতিটি ধ্বনি ধরে ধরে সাদরি ভাষার রূপ নিয়েছে। যেমন ধোপা- রজক, চুল- চুইল। সাদরি ভাষায় ছড়া, কবিতা, ছোট বেলার গল্প রয়েছে  বইটি তে।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...