ব্রিগেড
ফটিক চৌধুরী
কুয়াশার জালে আটকে থাকা সূর্য
দেরি করে উঁকি দেয় ময়দানে
সমস্ত সবুজ ভরে আছে অবাঞ্ছিত জঞ্জালে
সবুজে চলেছে অনাকাঙ্ক্ষিত ধ্বংসলীলা।
গতদিন ময়দান ছিল না, গড়ের মাঠও নয়
ছিল ব্রিগেড
বেশ সুখে ছিল ময়দান এই করোনা কালে
এবার বুঝি তার কপাল পুড়লো
পুড়বে আরো কিছুদিন
ভুল বার্তা পেয়ে যারা আসে আলোর সন্ধানে
ঘাস মাড়িয়ে নিজেদের জ্বালা মিটিয়ে যায়
দাঁড়িয়ে থাকা গাছগুলো কত মিথ্যার সাক্ষী।
মানুষের গভীর অসুখ হলে
ময়দান সুখে থাকে খুব।
PHATIK CHAUDHURI
FLAT-2B, BINDU NILOY
25, BOSE PARA ROAD
MOHIT PARK,BARISHA
KOLKATA-700 008
MOBILE & WHATSAPP:
9476323930
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন