বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১১৮ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১১৮ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১১৮ ।নীলাঞ্জন কুমার 



তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে এগারোটা ১১।৩।২১। ভরভরন্ত সময়ের আশায় সবাই । যা আসছে তাকে আশীর্বাদ মনে করে বাঁচা ।



শব্দসূত্র  : ভরভরন্ত সময়


হাসো হাসো ভরভরন্ত সময়ের
কল্পনা করে । পাও দিগন্ত,  পাও
উদ্ধার ।আনমনে খুশি হয়ে থাকো ।
হাসো সুখে ।


সময় যাচ্ছে আসছে,  তাতো হবেই ।
তার মুহূর্ত রয়ে যায় সাজানো তাকে।
অবিরাম আমায় ছুঁয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...