শনিবার, ৩ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৩৯ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৩৯ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১৩৯ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ২।৪।২০২১। রাতদিন যাকে নিয়ে ভাবনা আজ তাকে নিয়ে শব্দব্রাউজ ।


শব্দসূত্র  : রাতদিন সাতদিন


রাতদিন দিনদিন
কাকে ডাকি?  তাকে ডাকি, 
সুখ শুধু পাওয়া যায়
থাকে না কোনই ফাঁকি ।


রাতদিন সাতদিন
বসে থাকি বসে থাকি
আসবে সে  যাকে ডাকি
তাকে ডাকি ছুঁয়ে থাকি ।


সৃষ্টির জন্য বসে থাকি
বসে থাকি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...