চ্যাটমোড-এ লেখা কবিতা
অভিজিৎ দাসকর্মকার
৪]
বাম দিকে হেলে রয়েছে বৃহস্পতিবার | বাইরে,পাড়ার লেনে,শীতের অক্ষরবিন্যাস | মচমচে ভাষায় বাসন মাজা চলেছে |
টিভিতে প্রশারিত হচ্ছে ↓
ওয়াসিং পাওডার~বিবেক
, কূটকচালি থেকে দ্যায় আরাম;এবং
পিছনে কাঠি করা,আরাম কা মামলা হ্যায়
ও মা রে___
এ-পাশ /ও-পাশ /ধপাস করে স্বপ্নের মধ্যেই চুল পড়েছে | আহ্লাদী নাভির পাড়ভেঙে নদী বইছে | পাতার পর পাতা চিত্রনাট্য ↓
চড়ুইভাতি
স্যালাড
চড়তি যাওয়ানি,
তারপর কবিরাজি দোকানে হুশ খেয়ে, চৈতন্যে দেখি
↓
ঘড়িটির সাথে অকাতরে জলজ্যান্ত রাত রাফ-খাতায় অবসর নিচ্ছে |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন