সোমবার, ১২ এপ্রিল, ২০২১

রবীন্দ্রনিলয়ে পুস্তক প্রকাশ || নিজস্ব প্রতিবেদন

 রবীন্দ্রনিলয়ে পুস্তক প্রকাশ



নিজস্ব সংবাদদাতা : i-সোসাইটি প্রকাশনা থেকে প্রকাশিত হল ড.শান্তনু পাণ্ডা এবং ইন্দ্রদীপ সিনহা-র লেখা পুস্তক "মেদিনীপুরের প্রাচীন মন্দির এবং সেবাইত" (ISBN: 978-81-950996-3-4) ৷ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয়া অনন্যা মজুমদার ৷ মূল্যবান বক্তব্য রাখলেন ড.মধুপ দে, চিন্ময় দাশ, সিদ্ধার্থ সাঁতরা, সৌমিত্র রায় প্রমুখ ৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎ পাল, নরোত্তম দে, মৃত্যুঞ্জয় জানা, রুবিবা আদক পাণ্ডা, সুদীপকুমার খাঁড়া ফারুক মল্লিক প্রমুখ ৷ রত্না দে ও পারমিতা সাউ পরিবেশিত সঙ্গীতে নৃত্য পরিবেশন করেন রুবি রায় ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...