সোমবার, ৩১ মে, ২০২১

শব্দব্রাউজ ১৯৭ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৯৭ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৩০।৫। ২০২১সকাল আটটায় । খবরের কাগজের প্রথম পৃষ্ঠা অসহায় ঘেরা । তাকে টপকে যাওয়া অসম্ভব ।


শব্দসূত্র  :  অসহায় পর্ব


অসহায় খোঁজে সহায় । এক বা একাধিক ।
নিজের সম্বল ধুলিস্যাৎ হলে তবে বুঝতে
পারি অসহায় কথার পূর্ণ অর্থ । সম্বল বড়
প্রয়োজন । ত্রাণের মান নয় । আন্তরিকতায়।



পর্ব আসে পর্ব যায় । মানুষ মানিয়ে নেয় ।
ঘড়ির কাঁটার সঙ্গে দিন যায় রাত যায় ।
নিঃস্ব হয় সম্বল । শুধু ইতিহাস রয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...