শনিবার, ২৬ জুন, ২০২১

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ,Srikanta Bhattacharya

 রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ




মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চা কেন্দ্রে প্রকাশিত হল রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা ৷ অনুষ্ঠান শুরুহয় ক্ষুদে কবি সায়নদীপ পান্ডার কবিতা পাঠের মধ্য দিয়ে। রঘুবংশ পত্রিকার  অন্যতম সদস্য প্রাবন্ধিক  ড. শান্তনু পাণ্ডা  প্রারম্ভিক কথা বলে সবাই স্বাগত জানান।  উপস্থিত ছিলেন পত্রিকার উদ্বোধক কবি ও চলচ্চিত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা, তিনি  রঘুবংশ পত্রিকা কে দেশ পত্রিকার সংগে তুলনা করে বলেন খুব উন্নত মানের ও গুণমান সম্পন্ন হযেছে। পত্রিকা গোষ্ঠীর সংশ্লিষ্ট সবাই কে উনি শ্রদ্ধা নিবেদন করেন। নয়ন পত্রিকার সম্পাদক ও ছড়াকার  বিদ্যুৎ পাল এবং কবি  অরুণ দাস পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন।   এছাড়া কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক সৌমিত্র রায়, কবি ও শিক্ষক  মৃত্যুঞ্জয় জানা, কবি  তাপস মাইতি, কবি ও রঘুবংশ পত্রিকার  সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সমাজ কর্মী রীতা বেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...