নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহা-র আটপৌরে ১৩-১৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
১৩।চলোর্মিশিখার এই সন্ধ্যাপাড়
সাদা-কাঞ্চন
জেগে থাকে রাতের কালোয়
১৪।ঘরের ভেতর ঘর
নিঃসাড়
প্রবুদ্ধ কোণে বাজে মনামি
১৫।শোকস্তব্ধতা! নীরবতা পালনের
সময়
নেই সময়ের,বিলোয় ইচ্ছেগন্ধ
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন