নীলিমা সাহা-র আটপৌরে ২২-২৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
নীলিমা সাহা
১) প্রতারণা এক প্রদর্শনী
আলোর
ইজারা খুলে যায় পাঁচমাথারই
২) সলতে-জ্বলা শিখা,ঢেউ
দীপক-বুকে
গোপন সত্যের অনাহত ধ্বনি
৩)ডুমুর ফুলের আবডালে
সন্ধ্যাভাষা
অপাঙ্গে নিরালায় খেলে তৃষ্ণাজল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন