রবিবার, ৪ জুলাই, ২০২১

*টার্গেটের উদ্যোগে কেশপুরের মুগবসানে রক্তদান উৎসব || সংস্কৃতি সংবাদ, Target

 *টার্গেটের উদ্যোগে কেশপুরের মুগবসানে রক্তদান উৎসব



নিজস্ব সংবাদদাতা কেশপুর,পশ্চিম মেদিনীপুর ৷৷ করোণনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো কেশপুরের মুগবসানের শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও সমাজসেবা নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন  টার্গেটে ওয়েলফেয়ার সোসাইটি।রবিবার সংগঠনের উদ্যোগে মুগবসান হক্কানিয়া হাইস্কুলপ্রাঙ্গনে আয়োজিত রক্তদান উৎসবে আটজন মহিলাসহ মোট ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে সুপারি গাছের চারা স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী,  পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আনন্দমোহন দলবেরা, গোলাড় সুশীলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক সুরেশ কুমার পড়িয়া, রক্তদান আন্দোলনের কর্মী, সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রাবন্ধিক ও গবেষক ড. শান্তুনু পান্ডা, সমাজসেবী হাসানুর জামান, সমাজ কর্মী সৌমেন পাল,প্রধান শিক্ষক দীপক রায়,মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মনোগ্রাহী  সঞ্চালনা করেন জনপ্রিয় শিক্ষক স্নেহাশিস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল সোফি। কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়িত হওয়ায় সোসাইটির সম্পাদক সেখ মনিরুল আলম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের শিবিরের শুরুতে সোসাইটির তরফে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ শিক্ষক সেখ মহম্মদ ইমরান। এদিনের শিবিরে রক্তসংগ্রহ করেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এবং সহযোগিতা করেন কেশপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিনের শিবিরে সর্বকনিষ্ঠ রক্তদাতা হিসেবে রক্তদান করেন কেশপুর কলেজের ছাত্রী তনুশ্রী সাউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...