কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
.................
পাঁচ.
বন্ধ চোখ
অনায়াসে ছুঁয়ে ফেলে
উদাস জ্যোৎস্না
সুগন্ধী বাতাসের শব্দে
ঝরে পড়ে
সান্ধ্য গ্রাম ৷
জীবন যেন
শেখানো
শব্দকোষ
সবুজ সমুদ্রে
ডুব
অজ্ঞাতবাস ৷
ছয়.
আকাশ জুড়ে
নিভু আঁচের আগুন,
অনায়াসে
শিখে যাওয়া শীত ৷
তুই যেন
খেয়ালহীন কুয়াসায়
নেমে আসা সন্ধ্যের হাত
মেঘের আড়ালে
হারিয়ে যাওয়া
ভুল স্বপ্নের হাতছানি ৷
সাত.
তুমি ঘুমোও
আধশোয়া স্তনে গাঁথছি পুটুস
নরম ছবিতে জাগে অস্পষ্ট
বারন্দা
মদমাখা খুনসুটি
একদিকে অন্ধদের আস্তানায়,
অন্যদিকে নীরোর বীনায় ৷
আট.
সূর্য ডোবার আগে
বরফ মেপে নিচ্ছে তাপ
নাভির অন্ধকার ছেড়ে আসা
সুর
আঙ্গুলের পাগলামি
তলিয়ে যাই অন্ধকারে
অতৃপ্ত সবুজ ছিনিয়ে নেয়,
হারিয়ে যাওয়া সূর্য ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন