সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন
আজ সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হয়।প্রথমে পতাকা উত্তোলন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা মহাশয়, তারপর উপস্থিত সদস্যরা নেতাজীর পতিকৃতি তে মাল্যদান করেন। স্বাধীনতা দিবস সম্পর্কে সংক্ষীপ্ত ভাষন রাখেন সংগঠনের ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা মহাশয়। উপস্থিত ছিলেন নরোত্তম দে ,মন্টু সাউ,পিন্টু সাউ,রত্না দে ,মুক্তি গিরি,রোহন গিরি,ডাঃবিদ্যুৎ ভট্টাচার্য,রাকেশ দাস,অনীশ সাউ, অরীত্র দাস । সম্পাদিকাপারমিতা সাউ বলেন মানুষের পরিসেবা দানের পাশাপাশি আমরা বিশেষ দিন গুলিতে অনুষ্ঠান করে থাকি।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্তি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন