বন্ধু
দেবাশীষ সরখেল
লোকটা তার সাথে পার্কে যায় ছবি তোলে সিনেমা দেখে।
অবসর সময় একসাথে দাবা খেলে।
দিদুন ওদের নাম দিয়েছে দাবাদাবি ।
এমনকি মোবাইলে ডেট ফিক্স করে দিত ।
নাতি বলে ------ একি শুনছি দাদু ?
বলেন ----- বাপের কাছে মেয়ের কখনো বয়স হয় না সে সারাজীবন শিশুটি থেকে যায় বেস্ট ফ্রেন্ড।
দিদুন বলে---- ওখানেই আপত্তি । জীবনে আমি দিদি হলাম বোন হলাম স্ত্রী হলাম মা হলাম । কিন্তু কোনদিনও ওর বন্ধু হতে পারলাম না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন