বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

কলকাতা আই- ফেস্ট ২০২১ ।। Kolkata i-

কলকাতা আই- ফেস্ট ২০২১

 


বিশ্বের প্রথন অনলাইন দৈনিক সাহিত্য পত্রিকা "দৈনিক বাংলা "-র শারদ হলো ৬\১০\২০২১  কলকাতা  হিতসাধিনী সভা গৃহে দুপুর দুটোর সময়। 

অনুষ্ঠান সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অলক বিশ্বাস, কবি ও ব্যরকপুর SDO অফিসের ডেপুটি ম্যজিস্ট্রিট শ্রী অভিজিৎ চৌধুরী, কবি দেবাশীষ মুখার্জি। আই সোসাইটির বাত্সরিক পত্রিকা প্রকাশ করেন অতিথিরা। কবি  ড: অজিত ঘোষ এর "রিং টোন " নামে একটি বই প্রকাশ হয় । মনি ঋসি দের নাম দিযে বিভিন্ন ধরনের কবি ও গবেষক দের সম্মান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। সম্মান্বিত হন অসমিয়া কবি বাসুদেব দাস, বিশিষ্ট কবি অদীপ ঘোস, কবি ও নাট্যকার শ্রীকান্ত ভট্টাচার্য, বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক ডঃ শান্তনু পাণ্ডা, বিশিষ্ট ই- কবি নিলীমা সাহা ও দেবযানী বসু । সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন সংস্থার কর্ণধার সৌমিত্র রায়।  সবাই কে ধন্যবাদ জানিয়ে শেষ করেন সংস্থার অন্যতম কর্ণধার আনিন্দিতা রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...