পূরবী- ৭১
অভিজিৎ চৌধুরী
(৭১)
রবীন্দ্রনাথ কি অতিমানব ছিলেন! অন্তত মৃত্যু তো উত্তীর্ণ করেছেন বরং মৃত্যুশোক থেকে উত্তোরিত হয়েছেন বারবার।মরকতকুজ্ঞে এক সময় ক্লাস করত তীর্থ। কখনও বেদনা,কখনও উল্লাস আজও যেমন থাকে সেদিনও ছিল।তফাৎ একটাই আজ একটা ঘর আছে।আছে সেখানে লুপ্ত মরকতকুজ্ঞের বাতায়ন।
জীবন এরকমই।গোধূলির আলোয় দিবা অবসান ঠিকই কিন্তু নতুনের সূত্রপাত।
যেতেই হবে বাইশে শ্রাবণের কাছে।খুব একা ছিলেন বোধহয় তিনি।তীর্থও অনুভব শিল্পী কখনও কারুর বন্ধু হতে পারে না।চোখের আলোয় যে দেখা বিভ্রম হয় যাঁরা দেখেন চোখের সীমানার ভিতর থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন