পূরবী- ৭১
অভিজিৎ চৌধুরী
অনেক বছর আগে একটু অপরিচিত এক কাকুর বিয়ে হচ্ছে।যিনি বর তিনিই দেখিয়ে দিচ্ছেন কলাপাতা কেমন করে টেবিলে সাজাতে হবে।তীর্থ একটু অবাক হয়েছিল,বউকে ফেলে বিশেষ করে যখন নতুন এরকম কেউ খাওয়ার টেবিলের তদারকি করতে পারেন! পরে জেনেছে একে বলে কাল রাত্রি।
বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি তরুণ প্রজন্মের বিশ্বাস চলে যাচ্ছে।কেউ কেউ ভাবছে, উটকো ঝামেলা।দীর্ঘস্থায়ী ব্যাটিং যেমন অচল,সম্পর্কও তাই।অস্থায়ী।
রবীন্দ্রনাথের জন্য পাত্রী পাওয়া যাচ্ছিল না।শেষমেশ হল।তিনি নিজেই বিয়ের চিঠি লিখলেন।একজন চলে গেলেন পরে পরেই।নতুন বৌঠান।কেন গেলেন চিরঘুমের দেশে।হয়তো ভোলেননি কখনও তাঁর সেই সাহিত্য সঙ্গীর কথা,যাঁকে কিছুতেই লিখে চমকে দেওয়া যেত না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন