রবিবার, ২ জানুয়ারী, ২০২২

পূরবী- ৭৯ ।। অভিজিৎ চৌধুরী ।। Purabi

পূরবী- ৭৯

অভিজিৎ চৌধুরী 



বর্ষশেষের পূরবীর রাগে কেমন বেসুরে বীণা বাজে।কোথায় সেই রোদনভরা বসন্ত।সখীর কুসুম কোমল হৃদয় আছে কি! ই ইংরেজি পয়লা তো নিজের নয়।

চার্চে নতুন বছরের ঘন্টা।ইংল্যান্ড। রবীন্দ্রনাথ লিখলেন,পুরোনো সেই দিনের কথা।

জোড়াসাঁকো। অধ্যাপিকা নিয়ে গেলেন সেই ছাদে।উড়ে এলো কি সেই সুবাস!

নতুন বউঠানের মৃতদেহ,ঝুলে পড়া চুল ওপারে ৫ জোড়াসাঁকোর বাসিন্দারা দেখতে পান।সেই খোলা ছাূে আর একটি ঘর যক্ষা হওয়ার পর রেণুকা থাকতেন।

পেরুর একটি প্রতারিত আমন্ত্রণপত্রে পথভুলে বুয়েনাস আয়ার্স।প্লাতা নদী ও কবির বিজয়া।বয়স তখন ৬৩।চিত্রকরের  ভিক্টোরিয়া ওকাম্পোর কবির জীবদ্দশায় আর এলেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...