একলা পথে
অভিজিৎ চৌধুরী
একলা পথে
তোমার কাছে অনেক ভীড়
প্রচুর কোলাহল
আমি কথা বলি
সেগুলি কথার কথা হয়ে যায়।নদীর কাছে যেতে ইচ্ছে করে
শ্মশানবন্ধু আকাশে তাক করে
নীল চাঁদকে দেখায়
মনে পড়ে অবিরাম শ্লোগানে মিটিং এ আমি তো একাই ছিলাম।
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন