শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

চিরঞ্জীব হালদার ।। ২টি কবিতা ।। Chiranjib ,

চিরঞ্জীব হালদার-এর ২টি কবিতা



প্রেমিক


প্রেমের সুষম বন্টন নিয়ে যদি প্রশ্ন ওঠে

যদি গার্গী কে প্রশ্ন করা হয় 

আপনার ভাতার  আপনাকে না আপনার সতিনকে 

উপহার দেবে  দৈবেবাকযুদ্ধের পাওয়া হরিন

পশুরও কিছু জ্ঞান-গম্মি অবশিষ্ট আছে


আমাদের রসিক ঢেমনামি আর মস্করার ভেতর যে নদী 

তার দুকুল প্লাবিত জোয়ারে ভেসে যাচ্ছেন জনগনেশ

 আপনি কখন টাকমাথা মহিলার সাথে মেকানিক্যাল ড্রিল করবেন অবশ্য বুঝে উঠতে বেলা পার

আসলে তিনি একজন পরচুলা দপ্তরের আধিকারিক


এই নিন আমার অভিভাষণ পরিচয় পর্ব

এটা এক স্বদেশ লাঞ্ছিত নায়কের কলকাকলি ভাবতে পারেন


আপনি কি জানতেন পূর্ব পরিকল্পিত সড়কপথ

 চুম্বন কারীগরদের চিঠির অলৌকিক হরফেরা

ইউরেকা ইউরেকা বলে এগিয়ে আসছে আপনার

প্রমান সাইজের কাট আউটের দিকে


দেখো কেমন হেসে ওঠে অর্বাচীন হরিন


২৭-২-২২


প্রযত্নে যাঁতা


নিতান্ত সাধারণ প্রেমিক অভাবী

জেনে রাখো একমাত্র কবিতা সতিন

নিঃশুল্ক আমার সঙ্গে কি যাবি

শ্মশানে চঃ আমাদের দাউ দাউ দিন


গৃহস্থ জেগে থাকে আমরাও থাকি

গুনে গেঁথে ইট কেনা আর কেনা জল

সবার কি ডানাভ্রম থাকে কোন পাখি

তবুও তালপাতার নীল ভূমন্ডল


আমাদের প্রশ্ন করে ঘি মুক্ত ঋণ

একাত্তরে বিষপান এক ছেঁড়া কাঁথা

যতটা কমিউনিষ্ট ততটা দক্ষিণ

হৃদয় ঘোরালে আমরা ঘুরন্ত যাঁতা


২৯-৭-২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...