শব্দব্রাউজ ৫২৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-524, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫২৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫। ৭। ২২। সকাল আটটা ।
শব্দসূত্র: শুধু তোমাকে জানি
শুধু জানি শব্দলালিত্ব। শুধু জানি স্বপ্নের আনাগোনা । উন্মুখ জীবন মুখিয়ে থাকে নতুনের দিকে । শুধু অবিরাম গাইতে ইচ্ছে হয়, 'আমি তোমার ছাড়বো না মা '। আবিষ্কার করি চিরপ্রণম্য স্বাদ ।
' তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা ' বুকের ভেতর । উন্মাদনা আমায় নাচায় । আশার কাছে নিরাশার হার হলে এক বুক আনন্দ ধরে রাখি ।
জানি কেউ আমায় ভুলে যাবে না । শব্দের স্বাদ গন্ধ নিয়ে ভাবতে ভাবতে ভালোবাসবে। এই আমার প্রাপ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন